শকুন্তলার কণ্ঠহার - সত্যজিৎ রায় (ফেলুদা সিরিজ)
ফেলুদা যারা পড়েনি তারা ঠকেছে কারন ভালো কিছু উপভোগ না করার দুঃখ আর কোথাও নেই। ফেলুদাকে যারা কেবল গোয়েন্দা গল্প ভাবছে তারা ভুল করছে। এতে কেবল রহস্যই নেই সাথে আছে অনাবিল হাসি, সরসতা আর ভ্রমনরসও। যা কিনা অন্য যেকোনো গোয়েন্দা গল্পকে হার মানায়। এই বইটির জনপ্রিয়তার জন্য মোট ৯টি ভাষাতে অনুবাদ করা হয়েছে। জটায়ু, তোপেশ ফেলুদা গল্পের নিরবিচ্ছিন্ন চরিত্র। এই গল্পগুলোর অন্যতম আকর্ষণ হল, গল্পেগুলোর সাথে আপনিও নিজেকে গল্পের চরিত্র ভাবতে শুরু করবেন। ফেলুদার গল্পগুলো কাল্পনিক ও মৌলিক। আর বেশ কয়েকটি গল্প নিয়ে বের হয়েছে ফেলুদা সমগ্র।
or