আইজ্যাক আজিমভের সায়েন্স ফিকশন গল্প ১ Isaac Asimov Science Fiction Galpo 1 - আইজ্যাক অজিমভ
বইয়ের নামঃ আইজ্যাক আজিমভের সায়েন্স ফিকশন গল্প ১
লেখকঃ আইজ্যাক অজিমভ
সাইজঃ ৬.৫ mb
ফরম্যাটঃ পিডিএফ
সিরিজঃ সায়েন্স ফিকশন
পৃষ্ঠাসংখ্যাঃ
একুশে বইমেলা ২০০২-এ ঐতিহ্য থেকে ‘আইজ্যাক আজিমভের সায়েন্স ফিকশন গল্প-১’ প্রকাশ হওয়ার পর পাঠকদের মাঝে অভূতপূর্ব সাড়া লক্ষ করা গিয়েছিল। আমাদের পরিকল্পনা ছিল একে একে আইজ্যাক আজিমভের সায়েন্স ফিকশন গল্প-২, ৩, ৪ প্রকাশ করে যাব। কিন্তু মেলাতে সময় স্বল্পতার কারণে আমাদের দীর্ঘ কয়েক মাস অপেক্ষা করতে হয়েছে। এখন থেকে নিয়মিত আজিমভের সকল সায়েন্স ফিকশন গল্প সিরিজ আকারে প্রকাশ হতে থাকবে।
রাশান ভাষায় আমার শেষ নামটি উচ্চারণ হয় ইংরেজি ‘জেড’-এর মতো। কিন্তু এলিস আইল্যান্ডে নামের উচ্চারণ বিকৃত হয়ে ‘জেড’-এর জায়গায় ‘এস’ বসেছে অর্থাৎ ‘আসিমভ’ হয়েছে। তবে ‘এস’-এর উচ্চারণ হচ্ছে ‘জেড’-এর মতো।
ব্যাপারটা যখন এমন চলছিল তখন আমার বন্ধু লেরিশ একদিন আমাকে ডেকে বললেন, ‘আপনি এ বিষয়টা নিয়ে সায়েন্স ফিকশন লিখছেন না কেন, যার শিরোনাম হবে- ‘Spell my Name with an S.' তারপর আমি তাঁর দেওয়া শিরোনামে একটি সায়েন্স ফিকশন লিখে ফেলি।’