আ স্ট্রেঞ্জার ইন দ্য মিরর - সিডনি সেলডন A Stranger in the Mirror by Sidney Sheldon
এ গল্প টিবি টেম্পলের, সুপার স্টার এবং সুপার বাস্টার্ড, বিশ্বজুড়ে তাঁর কোটি কোটি ভক্ত। তবু সে একা, কারণ সে কাউকে বিশ্বাস করে না, সবার প্রতি রয়েছে তাঁর সন্দেহ।
এ কাহিনী জিল ক্যাসলের, অপূর্ব এ সুন্দর হলিউডে এসেছে তারকা হাতে। সে আবিষ্কার করে আলো-ঝলমলে এ ভুবনে প্রবেশের একটাই রাস্তা—নিজের শরীর বিক্রি।
একজন একাকী পুরুষ। একজন হতাশায় ভোগা নারী। দুজনেই ছুটছে তারকালোকের স্বপ্নের পেছনে এবং দুজনেরই রয়েছে ভয়ংকর অতীত। নখর বাগিয়ে থাকা প্রিডেটরদের এ রাজ্যে তারা একে অন্যের বাঁধনে জড়িয়ে পড়ে। কিন্তু তাদের সে প্রেম যেমন নিষ্ঠুর, তেমনই কঠিন এবং তার মধ্যে মানবিকতার চেয়ে অমানবিকতার ভূমিকাই বেশি।
বইয়ের নামঃ আ স্ট্রেঞ্জার ইন দ্য মিরর
লেখকঃ সিডনি সেলডন
অনুবাদঃ অনীশ দাস অপু
সাইজঃ 8 mb
ফরম্যাটঃ পিডিএফ
পেজ সংখ্যাঃ 300
টেক্স ফরম্যাটঃ এইচডি স্ক্যান
গোটা বিশ্বের মধ্যে সর্বকালের সবচেয়ে বেশী বিক্রীত উপন্যাস লেখকদের তালিকায় সপ্তম অবস্থানে আছেন কালজয়ী সাহিত্যিক সিডনী শেলডন। আমার পড়া সিডনী শেলডনের সেরা বই হলো, দ্য আদার সাইড অফ মিডনাইট, মেমোরিজ অফ মিডনাইট, দুই নারী। সেবা প্রকাশনী সিডনী শেলডনের কালজয়ী সব উপন্যাসই দেশের সেরা লেখক দ্বারা অনুুবাদ করিয়েছেন।