Home » , » দি আদার সাইড অব মি - সিডনি শেলডন / ইফতেখার আমিন The Other Side of Midnight Sidney Sheldon

দি আদার সাইড অব মি - সিডনি শেলডন / ইফতেখার আমিন The Other Side of Midnight Sidney Sheldon

দি আদার সাইড অব মি - সিডনি শেলডন / ইফতেখার আমিন

দি আদার সাইড অব মি - সিডনি শেলডন / ইফতেখার আমিন
or


বিখ্যাত লেখক সিডনি শেলডনের আত্মজীবনি এটি। বই বিক্রী করে আয় করা লেখকদের মতে সিডনি শেলডন বিশ্বে ষষ্ঠ। তিনি মোট আঠারোটি থ্রিলার বই লিখেছেন। এবং এই আত্মজীবনিসহ তার বইয়ের সংখ্যা দাড়ায় ঊনিশটি। জীবনের একদম শেষভাগে এসে এই বইটি তিনি লিখেন। পাঠকদের সামনে তুলে ধরেন তার নিজের জীবনের গল্প। যে গল্প তার লেখা থ্রিলার বইগুলোর মতোই সাসপেন্সে ভরা। সিডনীর শৈশব ও কৈশোর ছিলো দারিদ্রতায় ভরা। তার বাবা একজন সেলসম্যান ছিলেন। মাও বিভিন্ন কাজ করতেন। তারপরও সংসারে দারিদ্র লেগেছিলো। ফলে পড়াশোনার পাশাপাশি সিডনী শেলডনকেও অনেক কাজ করতে হতো। জীবনে অনেক ছোটখাট কাজও তিনি করেছেন। বহু কষ্ট করেছেন। জীবনের প্রতি আগ্রহ হারানো এই লেখক আঠারো বছর বয়সের সময় একবার আত্মহত্যার চেষ্টাও করেন। কিন্তু চরম মুর্হুতে তার বাবা চলে আসায় বেচে যান। তার বাবার একটি কথা তখন তার মানসিকতার মোড় ঘুরিয়ে দেয়। কথাটি হচ্ছে, “জীবনের প্রতিটা দিন একেকটি উপন্যাসের পাতা। তুমি জানো না কাল তোমার পাতায় কি লেখা আছে।”

Writers

 
Copyright © 2015 bdeboi.com Largest Bangla Ebooks Collection
Distributed By bdeboi